ইলিয়াস কাঞ্চনকে নিয়ে শাবনূরের আবেগঘন বার্তা

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

জানা যায়, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরু থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী রোজিনা।

এদিকে শাবনূর তার ফেসবুক পেজে লিখেন, বর্ষীয়ান অভিনেতা ও শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।

তিনি আরও লিখেন, চলচ্চিত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

শাবনূর শেষে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, আমাদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *