ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ আবু সুফিয়ান বাবু: ঢাকায় চলমান শিক্ষক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ অক্টোবর, বুধবার) সকাল সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে বালিয়াডাঙ্গী শিক্ষক সমিতি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায় ও শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ।
আয়োজকরা জানান, এই প্রতিবাদ সভার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ ও শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে একজোট থাকার বার্তা দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় শিক্ষক ও কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দ্রুত সমন্বয় করা জরুরি।”
তারা আরও জানান, সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
