বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বুধবার দুপুর দুইটার পর শাহবাগ ব্লকেড করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন তারা।
ঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেড করে বিক্ষোভ করছেন তারা। এসময় শিক্ষক-কর্মচারীদের বাধা দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করেন তারা।
২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গত রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
বুধবার চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্কুল থেকে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও কর্মচারীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
