চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচিত হলে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে চান বলে জানিয়েছেন চাকসুর ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দিতে এসে এ প্রত্যাশা জানান তিনি।
এ সময় সাইদ বিন হাবিব বলেন, ভোট হচ্ছে শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত অধিকার। তাদের কাছে যাকে যোগ্য মনে হবে, তাকেই নির্বাচিত করবেন তারা। এ সিদ্ধান্ত তাদের একান্তই ব্যক্তিগত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে শিক্ষার্থীবান্ধব কাজ করব আমি, ইনশাআল্লাহ। তাদের কল্যাণের জন্য কাজ করে যাব। একটি স্বপ্নের সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাব। এ বিশ্ববিদ্যালয়কে একটি একাডেমিক ক্যাম্পাসে পরিণত করব।
এর আগে এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল হবে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে—ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।
