চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন কলা ভবন কেন্দ্রে গেট ভেঙে প্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে তাদের প্রবেশ ঠেকাতে গেটের বাইরে অবস্থান নেন নারী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের মূল ফটকের সামনে এমন দৃশ্য দেখা গেছে। এ ঘটনার বিষয়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে এক নারী শিক্ষার্থী বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা গেইট ভেঙে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় কেন্দ্রের পাহারায় আমরা এখানে বসেছি। ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা একে হাইজ্যাক হতে দিতে পারি না।’

এর আগে চাকসু নির্বাচনের শেষ মুহূর্তে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের নিচে হট্টগোল সৃষ্টি করেন ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনের প্যানেলসহ কয়েকজন প্রার্থী। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার পরে অবশিষ্ট ভোটগ্রহণের সময় বিবিএ ফ্যাকাল্টি কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কেন্দ্রের ভেতরে ঘুরে দেখা গেছে, তখনও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ভোটগ্রহণ চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *