মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সুপারমার্কেট পর্যন্ত বিস্তৃত ঘটে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুছ বলেন, “নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের সুযোগ থাকবে না। আগামী জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এই দাবিগুলো মেনে নিতে হবে।”

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ফখরুদ্দিন রাজী, জেলা নায়েবে আমির নুরুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *