জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিলি করছে, ছাত্রদল নেতা আমান

বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিলি করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাকসু নির্বাচনের পরিবেশ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেছেন, শিবিরের সাবেক বিশ্ববিদ্যালয়ের নেতারা এবং কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবির ক্যাডারদের এনে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন। তারা কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে লিফলেট বিতরণ করছেন। তারা সাংবাদিকদের প্রবেশেও বাঁধা দিচ্ছে।আমানউল্লাহ আমান বলেন, ‘আমরা একটা ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক বা দায়িত্বরত ব্যক্তি হিসেবে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যেন ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। কিন্তু আজ ক্যাম্পাসে এসে দেড় ঘণ্টার মতো অপেক্ষা করার পর আমরা ক্যাম্পাসে ঢুকতে পারি।’

আমানউল্লাহ বলেছেন, ‘এখানে এসে নিজেকে বিদেশি মনে হচ্ছে। কিন্তু অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আমরা আগেও এই ক্যাম্পাসের ছাত্র ছিলাম এবং বিভিন্ন কাজ করেছি। আমরা তো চিনি কারা ছাত্র আর কারা অছাত্র। বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিয়ে এবং অন্য অপচেষ্টার মাধ্যমে বহিরাগতদের প্রবেশ করানো হয়েছে, সেটা প্রশাসনের চোখে পড়ে না। প্রশাসন এখানে পক্ষপাতদুষ্ট আচরণ করতেছে তা স্পষ্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *