রাকসু নির্বাচন পর্যবেক্ষণ করবে ১০ সদস্যের কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনকে ঘিরে প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠেছে। নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য উপাচার্য রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটি গঠন করেছেন।

কমিটির সভাপতি হিসেবে রয়েছেন- রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইবির সাবেক উপাচার্য ড. এম. রফিকুল ইসলাম। সদস্যরা হলেন- রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. মামুনুল কেরামত, রাবি ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, রাবি পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. এম. নজরুল ইসলাম এবং খুবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন।

অন্যান্য সদস্যরা হলো- রাবি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, রাবি সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুজ্জামান, আইন বিভাগের প্রফেসর ড. বেগম আসমা সিদ্দিকা, রাবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মাহমুদা খাতুন এবং রাবি ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. শেহনাজ ইয়াসমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *