তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন মিছিল

মো: শাহিন মিয়া গাইবান্ধা:তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলা সদর এলাকার মাওলানা ভাসানী সেতু সংলগ্ন তিস্তা নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা মো: বাবুল আহমেদ
মশাল প্রজ্বলন শেষে বক্তব্যে বাবুল আহমেদ বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুঃখ–দুর্দশা নিরসনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। আমরা যখন পানির প্রয়োজন বোধ করি তখন পানি পাই না, আবার যখন প্রয়োজন থাকে না, তখন নদী ফুলে ফেঁপে বন্যা ও ভাঙন দেখা দেয়। এতে আমাদের জীবন–জীবিকা ও কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, “সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে তিস্তা রক্ষা আন্দোলন চালিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। যদি এই দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক আলী বিএসসি, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু, এফ.আই. জাহাঙ্গীর মণ্ডল, আজিজার রহমান, মুছা কালিমুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, তছলিম উদ্দিন বাবলু, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, মতিয়ার পারভেজ, আবু তাহের আলম, ইকতিয়ার মামুন, বাবলু মণ্ডল মেম্বার, আব্দুর রহিম, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দসহ তিস্তাপাড়ের হাজারো জনসাধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *