রাফাহ সীমান্ত বন্ধ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফাহ সীমান্ত খুলে না দিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছেন।শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে হামাস।

হামাস জানায়, রাফাহ সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই চলাচল করতে পারছেন না। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে থাকা হতাহতদের উদ্ধার সরঞ্জাম ও মৃতদেহ শনাক্তে প্রয়োজনীয় দলও গাজায় ঢুকতে পারছে না।

এদিকে নেতানিয়াহু জানিয়েছেন, রাফাহ সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে কায়রোতে ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সীমান্তটি সোমবার খুলে দেওয়া হবে।

রাফাহ সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা।

রাফাহ সীমান্ত গাজা ও মিশরের মধ্যে অবস্থিত। এটি গাজার একমাত্র পথ যা ইসরায়েলের নিয়ন্ত্রণে নয়। এ সীমান্ত দীর্ঘদিন ধরে চিকিৎসা ও জরুরি ভ্রমণের জন্য গাজার মানুষের প্রধান ভরসা। তবে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি সেনারা গাজার দিকের রাফাহ সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সূত্র : শাফাক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *