নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত

সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে জাতীয় নাগ‌রিক পা‌র্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর উ‌ল্লেখ ক‌রে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ জামায়াতে ইসলামী। একইস‌ঙ্গে এ ধর‌ণের বক্তব্য প্রত্যাহা‌রের আহ্বান জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

র‌বিবার (১৯ অক্টোবর) রা‌তে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানা‌ন।

বিবৃতিতে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *