আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রামও করতে দেয়নি। বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে যাদের মিল আছে, তারাও ফ্যাসিস্ট। আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হব।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার সততা ও আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে ছাত্রশিবির আজ এতদূর আসতে পারত না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির সভাপতি বলেন, আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদেরকে যেটা বলে তোমাদের পিতা মাতাও তোমাদের সেটাই বলে। শিবির তোমাদেরকে আদর্শ ছাত্র, ভাল ছাত্র হতে বলে, যেটা তোমাদের অভিবাবকেরাও বলেন।

সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, শিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. এমরান খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *