কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

‎বুধবার সকালে আগারগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষক টিমের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমাদের কাছে একটাই মেসেজ, কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন।

সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কারো কোনা অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিবো না। অন্যায় কোনো হুকুম দিবো না। আইন অনুযায়ী আমাদের নির্দেশ যাবে বা আপনারা সেই অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

তিনি ‎বলেন, যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের আজ যে এই দুরবস্থা তার একটা মূল কারণ হলো- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না।

সিইসি আরো বলেন, আমরা সর্বস্তরেই আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন, নির্বাচনের মধ্যে সমন্বয় একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।

‎আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় মনিটরিং সেল, জেলা মনিটরিং সেল, ইলেকশন মনিটরিং সেল থাকবে –সার্বিক সমন্বয় ‘সিরিয়াস’ করার বিষয়ে ইউএনও’র ভূমিকা চান সিইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *