বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে সহপাঠীকে ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তার শাস্তির জন্য আন্দালন করে বুয়েটের শিক্ষার্থীরা। এবার তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে দুইটার সময় ভিসি চত্বর থেকে একটি মিছিল শুরু করে তারা। পরে হল পাড়া হয়ে বুয়েট ক্যম্পাসের গেইটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, ওয়ান, টু, থ্রি, ফোর ধর্ষক নো মোর ইত্যাদি স্লোগান দেন।

রেডিটে তার আসল নাম-পরিচয় ছিলো না। সে ‘WeeklyService923′ নামে ব্যবহার করত।

রেডিট ব্যবহারের সময়ে এক জায়গায় নিজেকে ‘বুয়েট ইইই-২১’ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এরই সুত্রধরে বুয়েটের ২১ ব্যাচের কিছু শিক্ষার্থীরা এই আইডিটির আসল ব্যবহারকারীকে খুঁজতে শুরু করে। তারপর বিভিন্ন সুত্র ধরে অবশেষে খুঁজে পায় শ্রীশান্ত রায়কে।

যে যে সুস্পষ্ট মিলের সূত্র ধরে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় বলে নিশ্চিত হয়-

রেডিট ব্যবহারকারী একাধিক পোস্টে নিজেকে ‘বুয়েট ইইই-২১’ ব্যাচের শিক্ষার্থী বলে উল্লেখ করেছেন, পরবর্তীতে অন্য এক পোস্টে বেসুস ব্র্যান্ডের এয়ারবাডস ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। তার সহপাঠীরা নিশ্চিত হন শ্রীশান্ত রায় ‘বুয়েট ইইই-২১’ এর শিক্ষার্থী এবং একই সাথে ব্র্যান্ডের এয়ারবাডস নিয়মিত ব্যবহার করেন।

রেডিটে ব্যবহারকারী ২০২৫ সালের জুন মাসে নেপালের মুস্তাং এলাকায় ভ্রমণে যান। একই সময় (৩ জুন) শ্রীশান্ত রায় তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় মুস্তাং থেকে তোলা ছবি পোস্ট করেন।

অভিযুক্ত রেডডিট আইডির লেখার টোন, ভাষা ও ব্যবহৃত শব্দচয়ন শ্রীশান্তের লেখনভঙ্গির সঙ্গে খুব মিলে যায় বলে নিশ্চিত করেন তার বহু সহপাঠী।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বর্জনের স্বাক্ষর অভিযান চলাকালে শুধুমাত্র শ্রীশান্ত রায়ই সেই কাগজে স্বাক্ষর দেননি। অনেকের মতে, এই অবস্থান তার রেডিট পোস্টগুলোর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *