হিন্দু পরিবার ও সাংবাদিককে হুমকি:যুবদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যুবদল নেতা মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মুকুল চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকার প্রতিনিধি ও হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুকুল প্যাদা মুঠোফোনে ফোন করলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।

স্থানীয় সাংবাদিকরা রাতেই ওই দম্পতির সাক্ষাৎকার নেন, যেখানে দিলীপ দেবনাথ জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা তাকে রাস্তা আটকিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মারধর করে তার পা ভেঙে দেন। তখন থানায় জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই মুকুল তাদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। স্থানীয় সাংবাদিকরা এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরদিন সকালে এবিষয়ে জানতে সাংবাদিক ফোনে আলোচিত ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর বক্তব্যের ভিডিওটি দ্রুত মুছে ফেলতে হুমকি দেন।

এদিকে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি জানানো হয়েছে, এ সিদ্ধান্তটি কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এতে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক নিময়জুল ইসলাম ভূঁইয়া।

ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে চিকনিকান্দি এলাকা থেকে বহিস্কৃত নেতা মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, হিন্দু পরিবারকে ভয়ভীতি দেখানো ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *