সুপার ওভারে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। কিন্তু ‘ফাইনালে’ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ একপেশে এক ম্যাচই জিতল।
১৭৯ রানের বিশাল জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল। প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল খুলনায় ২০১২ সালে ১৬০ রানের। টানা চার ওয়ানডে সিরিজ হারের পর প্রথমবার জিতল বাংলাদেশ।
তাতে প্রতিশোধও নিল স্বাগতিকেরা। সর্বশেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
