ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অন্যদিকে তৃতীয় ওয়ানডের মাঝেই নিজেদের কাজ সারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করে।
এই সিরিজ দিয়ে সংক্ষিপ্ত সংস্করণে ফিরছেন লিটন দাস।
চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষটায় এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না দলের অধিনায়ক। উইকেটরক্ষক-ব্যাটারকে জায়গা দিতে বাদ পড়েছেন এশিয়া কাপ ও আফগানদের বিপক্ষে সিরিজে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। ১৫ সদস্যের দলে আর কোনো পরিবর্তন নেই। আগামী ২৭ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামে।
বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ দল :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
