জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে: রুমিন ফারহানা

জামায়াত ইসলামী শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে পিআর এজেন্ডাটিই ছিল না। জামায়াত যখন দেখলো, ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা পিআর নিম্ন কক্ষে হবে এই আলোচনা আনল। তারা বলল নিম্ন কক্ষে না হলে ভোটেই যাব না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব— এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। শুরু থেকেই জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে ৩টি গণভোট হয়েছে।

সবগুলোতে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে। জুলাই সনদের ৮৪টি ধারার মধ্যে ৫/১০টি ধারায়ে বিএনপির নোট অব ডিসেন্ট আছে। বাকি ৫/১০টি ধারায় জামায়াতের নোট অব ডিসেন্ট আছে। একেক ধারায় একেক দলের নোট অব ডিসেন্ট আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *