আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু পরিবর্তন আসে না, কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র বদলায় না, ভাগ্যও বদলাবে না” বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কচুয়া চৌমুহনীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “এক বছরও না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়েছে। তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা বারবার হোঁচট খাই, ব্যর্থ হই, কিন্তু শিক্ষা নেই। একটা গরু যদি একবার চিটা খায়, দ্বিতীয়বার খায় না। অথচ আমরা বারবার একই ভুল করি।”
তিনি আরও বলেন, “নেতা অন্যায় করলে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমরা সমাজে অন্যায়কে টিকিয়ে রাখি। সব দোষ জনগণের, কারণ জনগণ যদি ঘুষ প্রত্যাখ্যান করত, কোনো নেতা দুর্নীতি করতে পারত না। জনগণ চাইলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”
ফয়জুল করীম ভোট ও অর্থনৈতিক পরিবর্তনের গুরুত্ব নিয়েও কথা বলেন, ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসা হলে যদি বিক্রি হও, অন্তত ভালো দামে হও। কিন্তু যারা সত্যিকারের মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। ভোট মানে তোমার ভবিষ্যৎ, দেশের অর্থনৈতিক পরিবর্তনও তোমাদের হাতে। জনগণ চাইলে শাসনও পরিবর্তন করতে পারে। পরিবর্তন শুরু করতে হবে নিজের ভেতর থেকে।
