রাজধানীতে গণপরিবহনে একুশে টেলিভিশনের নারী সাংবাদিক হেনস্তার শিকার

রাজধানীর গণপরিবহনে একুশে টেলিভিশনের এক নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শ্যামলি শিশুমেলার সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী সাংবাদিক একুশে টেলিভিশনের ডিজিটাল বিভাগে কর্মরত। তিনি জানান, অফিস শেষে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের উদ্দেশে প্রজাপতি বাসে উঠেছিলেন। বাসের নারীদের জন্য বরাদ্দ সিটে বসে থাকাকালীন পাশের আসনে এক যুবক এসে বসে। কিছুক্ষণ পর ওই যুবক তার শরীরে স্পর্শ করতে থাকে।

প্রথমে বিষয়টি অনিচ্ছাকৃত ভেবে সহ্য করলেও কিছু সময় পর যুবকটি পুনরায় একই আচরণ করলে তিনি প্রতিবাদ জানান। এতে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারী সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং শারীরিকভাবে হেনস্তা করে। পরে বাসের অন্যান্য যাত্রীরা যুবকটিকে নিবৃত্ত করে বাস থেকে নামিয়ে দেয়।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘এতোটা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবিনি। আমি বারবার বলেছি ওই যুবককে পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু যাত্রীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। আমি তার ছবি তুলেছি এবং আইনগত ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে নারীরা কীভাবে নিশ্চিন্তে গণপরিবহনে চলাচল করবে? প্রতিদিনই নারীদের এমন ভয়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে।’

এদিকে বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, দেশের নগর গণপরিবহনে নারীদের ৮৩ শতাংশই কখনও না কখনও শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *