বছর ঘোরার আগেই নাম বদল: গণতান্ত্রিক ছাত্রসংসদ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

বছর ঘুরতে না ঘুরতেই গঠনের মাত্র আট মাসের মাথায় নাম বদলালো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বিজিসিএস)। সংগঠনটি ‘জাতীয় ছাত্র শক্তি’ নতুন নামে আত্মপ্রকাশ করেছে। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা জানানো হয়।

নতুন এই নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি।

উল্লেখ, জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। তবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ছাত্রসংগঠন হিসেবে সেভাবে সাড়া ফেলতে পারেনি। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এই সংগঠনের ভরাডুবির পর সংগঠনটিকে পুনর্গঠনের আলোচনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *