ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

নারী ক্রিকেট বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ঘটে গেছে এক দুঃখজনক ঘটনা। ভারতের ইন্দোরে শেষ লিগ ম্যাচের আগে সেখানে অবস্থানরত অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্য রাস্তায় এক মোটরসাইকেল আরোহীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে, ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরদিন। দুই ক্রিকেটার হোটেল র‍্যাডিসন থেকে ক্যাফেতে যাচ্ছিলেন। পথে এক মোটরসাইকেল চালক তাদের দিকে এগিয়ে এসে অশোভনভাবে স্পর্শ করে পালিয়ে যান।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, “অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে ইন্দোরে হাঁটার সময় এক মোটরসাইকেল আরোহী অশোভনভাবে স্পর্শ করেছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় পুলিশকে জানান এবং বিষয়টি এখন তাদের তদন্তাধীন।”

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ দানদোতিয়া জানিয়েছেন, দোষী ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক দুই খেলোয়াড়ের প্রতি অনুচিত আচরণের অভিযোগ দায়ের করেন। আমরা কৌশলগত অভিযানে নেমে ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করি। তার পুরনো অপরাধের রেকর্ডও রয়েছে।

এ ঘটনায় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই), মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করেছে। যাতে ভবিষ্যতে এমন অনভিপ্রেত পরিস্থিতি আর না ঘটে।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, “অস্ট্রেলিয়া নারী দলের দুই খেলোয়াড়ের সঙ্গে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ও লজ্জাজনক ঘটনার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। কোনো নারীকে কখনো এমন মানসিক আঘাত সহ্য করতে হবে না এই বিশ্বাসই আমাদের। আমরা ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে আছি। ইন্দোর বরাবরই অতিথিপরায়ণতা ও নিরাপত্তার জন্য বিখ্যাত। কিন্তু এক ব্যক্তির দায়িত্বহীন আচরণ পুরো শহরের ভাবমূর্তিতে আঘাত হেনেছে।”

সংস্থাটি অস্ট্রেলিয়া দলের প্রতি আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে জানায়, “আমরা আন্তরিকভাবে দুঃখিত যে, নিরাপত্তা ও সৌজন্যের জন্য পরিচিত আমাদের শহরে এমন একটি ঘটনা ঘটেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন কিছু আর ঘটতে দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *