৮ শতাধিক শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রশিবিরের নবীনবরণ

মোঃ রাফিউল হুদা, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ই অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্যা গ্রান্ড দাদুবাড়ি রিসোর্ট এণ্ড পার্কের অডিটোরিয়ামে উক্ত নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় ও সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ও ডাকসু এজিএস মোঃ মহিউদ্দিন খান শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ বলেন, আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরই কেউ শিবিরে আসে। আমরা চাই আপনারাও আমাদেরকে প্রশ্ন করেন, আমরা প্রশ্নের উত্তর দিয়েই আপনাদেরকে শিবিরে স্বাগত জানাবো। আমি নিজেও অনেক প্রতিকূলতা পেরিয়ে তারপর শিবির করেছি। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবার থেকেই আমার উঠে আসা।

❝আলহামদুলিল্লাহ, তারপরও শিবিরে যুক্ত হয়েছিলাম, সর্বশেষ শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার গ্রাম ও সমাজের মানুষেরা বলতো তোমরা গ্রামের শিবির ভালো কিন্তু শহরের শিবির ভালো না ৷ আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি ঢাকায়, সেখানে গিয়েও তাদের ভালো পেয়েছি। লক্ষ লক্ষ নৈতিক চরিত্রের মানুষ উপহার দিতে ছাত্রশিবির সক্ষম হয়েছে। আগামী প্রজন্মকে সৎ, দক্ষ, যোগ্য করে গড়ে তুলতে শিবির দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা শিবিরের উপর বিশ্বাস রাখতে পারছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *