নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রোববার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার আক্কেলপুর এলাকার মধ্যে পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আসলাম হোসেন। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার ভোররাতে বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যে পাড়া (মণ্ডল পাড়া) গ্রামে মুসা নামে এক ব্যক্তির পুকুরপাড়ে ডাব গাছে ওঠেন আসলাম। এক পর্যায়ে গাছ থেকে নিচে পড়ে মারা যান তিনি। আজ সকালে স্থানীয়রা গাছের নিচে ডাবসহ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
