রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট’এ নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ শপথ পাঠ করান রাকসুৃ সভাপতি এবং উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর আব্দুল হান্নান। তিনি বলেন, “রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হয়েছে। নির্বাচিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এর পাশাপাশি তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করে সেই আশাবাদ ব্যক্ত করছি।”
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনটা যেমন একটি ইতিহাস তেমনি আমাদের জন্য সম্মানের৷ এখানে স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা রয়েছেন৷ আমরা সবাই ইশতেহার গুলো সমন্বয় করে যেগুলো দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা সম্ভব সেগুলো নিয়ে কাজ শুরু করব। মৌলিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা দ্রুত সময়ের মাঝে কাজ করতে চেষ্টা করবাে৷”
নব নির্বাচিত জিএস সালাউদ্দিন আমার বলেন, আমরা আনঅফিশিয়ালি যখনই প্রতিনিধিরা বসেছি তখনই বলেছি রাকসু এবং প্রশাসন দুই ভবনের আলাদা অর্থ আছে৷ এই চেয়ার আর ওই চেয়ার মেলাতে গেলে হবে না, আমরা সব সময় ওই চেয়ারের (প্রশাসনিক) জবাবদিহিতার জন্য কাজ করব।
তিনি আরও বলেন,কোন দল-মত নয় আমরা রাকসু ভবনে ঢুকবো ভিপি, জিএস এজিএস হিসাবে। এর বাইরে যদি কেউ কোন পরিচয় নিয়ে আসে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, নির্বাচন কমিশনারগণ, প্রক্টর, হল প্রাধ্যক্ষগণসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম।
এর আগে, বুধবার (২২ অক্টোবর) রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
