জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিকের অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতকে হারিয়ে ফের বিএনপির ভূমিধস বিজয় পেয়েছে। নির্বাচনে চারজন অভিভাবক সদস্যই বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছে।

রোববার বিকেলে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। নির্বাচনে ২৩৩ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আল হাসান মোঃ আবু তালেব। ২২৩ ভোট ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল। ২১৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং ১৯২ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন মুকুল।

এদিকে জামায়াতপন্থী প্যানেল থেকে সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন মোঃ মিজানুর রহমান। এছাড়া মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ১০৯, মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট এবং ৯৩ ভোট পেয়েছেন মোঃ ওবাইদুল হক।

প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে মোট ভোটার ছিল ৪৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪০ জন। তবে ১০ জনের ভোট বাতিল হয়েছে। এদিকে শাপলাকলি আদর্শ মাধ্যমিকের অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ের পর বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *