মুন্সিগঞ্জে ৬ শত কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ!

মুন্সিগঞ্জে কোস্ট গার্ড ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে,শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও জেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরের ডিঙ্গাভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা বলে জানায় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করে।

তিনি জানান,“মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিযানে জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকাভয়েস২৪/লিমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *