আমজানখোরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ আবু সুফিয়ান বাবু,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ডাঃ শফিকুর রহমান প্রদত্ত ৫ দফা লক্ষ্য ও প্রতিশ্রুতির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে ৪ নং ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ করেন। এই উদ্যোগের মাধ্যমে তারা জনসাধারণকে মাওলানা আব্দুল হাকিমকে সমর্থন জানাতে আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের অনুরোধ করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমজানখোর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ও আমজানখোর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন,
“মাওলানা আব্দুল হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে পারলে ইনশাআল্লাহ সমাজ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত হবে।”

স্থানীয়দের মতামতেও উঠে এসেছে মাওলানা আব্দুল হাকিমের প্রতি আস্থা। এক ভোটার বলেন,
“আমরা হাকিম ভাইকে ভোট দেব, কারণ তিনি সৎ মানুষ। তাঁর মধ্যে আল্লাহভীতি আছে, তিনি চাঁদাবাজি করবেন না, করতে দেবেনও না। কোরআনে এ ধরনের অন্যায় কাজের অনুমতি নেই, তাই আমরা তাঁকে বিজয়ী করতে চাই ইনশাআল্লাহ।”

গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জনগণের মাঝে নির্বাচনী উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *