উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু


পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে একজনের মৃত্যুর ঘটনায় দীর্ঘসময় বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল রুটে পুরো দমে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
ওই দুর্ঘটনার পর রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে মেরামত কাজের জন্য সোমবার সকাল পর্যন্ত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য, পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রেল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। সেই সঙ্গে পরিবারের সদস্যদের কেউ যদি বেকার থাকে, তবে তাকে মেট্রোরেলে চাকরি দেয়ার পাশাপাশি মর্মান্তিক এ দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *