রাবি ছাত্রীদের বোরখা নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়েদের দুটি হল সংসদের হিজাব পরিহিত প্রতিনিধিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবি শেয়ার করে বাংলাদেশি-সুইডিশ লেখক তসলিমা নাসরিন লিখেছেন, “এই পোশাক শিক্ষিত নারীর পোশাক নয়। এই পোশাক অন্ধকারে পড়ে থাকা মগজ ধোলাই হওয়া ক্রীতদাসীর পোশাক।”

তিনি আরও লিখেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নব্বইয়ের দশকের শুরুতে গিয়েছিলাম—একটিও হিজাবি বোরখাওয়ালি দেখিনি। দেখা হয়েছিল হাসান আজিযুল হক, নাজিম মাহমুদ, আলী আনোয়ার, সনৎ সাহা, লাইসা লিসা—অনেক প্রগতিশীল মানুষের সঙ্গে। গর্ববোধ করেছিলাম। আজ সেই বিশ্ববিদ্যালয়ে মস্তিষ্কে গুগোবর ভরা ছাত্রীরা দাঁড়িয়ে শপথ নিচ্ছে। ওদের লজ্জা হচ্ছে না। ওদের দেখে আমার লজ্জা হচ্ছে। মানুষ হতে হলে, সভ্য হতে হলে এই পোশাক ছুঁড়ে ফেলতে হবে সবার আগে।”

তসলিমা নাসরিনের পোস্টে ক্ষোভ প্রকাশ করে সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার হাতে ক্ষমতা থাকলে তাসলিমা নাসরীনকে শিরশ্ছেদ করতাম। আমাদের বোনদের বোরখা পরা দেখে নাকি ওর লজ্জা হয়—ওর মতো বেহায়াদের পৃথিবীতে থাকা উচিত নয়।”

এছাড়া শহীদ হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমাদ আহসানউল্লাহ ফারহান তার প্রতিক্রিয়ায় লিখেছেন, “এই দৃশ্য দেখার পর তসলিমা নাসরিনের মন্তব্যের অপেক্ষায় ছিলাম। সে যখন এটিকে ক্রীতদাসীর পোশাক বলল, তখনই বুঝলাম রাবি সঠিক পথেই আছে।”

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর রাবিতে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে মন্নুজান হল ও খালেদা জিয়া হল সংসদের সব প্রতিনিধি হিজাব পরিধান করায় বিষয়টি আলোচনায় আসে। রাকসু মিডিয়া দপ্তর জানায়, তাঁরা সবাই ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *