আজ ২৮ অক্টোবর:পল্টন ট্র্যাজেডি দিবস -ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়

২০০৬ সালের ২৮ অক্টোবর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। এদিন রাজধানী ঢাকার পল্টন ময়দানে সংঘটিত হয়েছিল নির্মম এক হত্যাযজ্ঞ, যা পরবর্তীতে “পল্টন ট্র্যাজেডি দিবস” নামে পরিচিত হয়।

সেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে রাজপথে নেমেছিল দেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্যদিকে, ক্ষমতাসীন জোটের পতন ঘটানোর উদ্দেশ্যে মাঠে নামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। দুপুরের পর মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে—আর সে সময় আওয়ামী জোটের সশস্ত্র নেতাকর্মীরা লগি-বৈঠা, রড, লাঠি, ছুরি-চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায়।

এই তাণ্ডবে ছাত্রশিবিরের ৬ জন সদস্য নির্মমভাবে হত্যা হন। প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, নিহতদের দেহ মাটিতে পড়ে থাকার পরও হামলাকারীরা পৈশাচিক উল্লাসে লাশের ওপর লাঠি, বৈঠা ও পা দিয়ে আঘাত করতে থাকে। নিহতদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কর্মী, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ ইসলামপ্রেমী তরুণরা।

এই বর্বর হত্যাযজ্ঞের দৃশ্য সেদিন টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে পুরো জাতি প্রত্যক্ষ করে। রক্তাক্ত শরীর, ছিন্নভিন্ন লাশ এবং উল্লাসরত হামলাকারীদের ছবি দেখে হতবাক হয় সাধারণ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এটি শুধু রাজনৈতিক সহিংসতা নয়—বরং মানবিক মূল্যবোধ ও সভ্যতার ওপর এক ভয়াবহ আঘাত ছিল।

পরবর্তীতে এই ঘটনায় দায়ীদের বিচার না হওয়ায় পরিবারগুলো আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত। প্রতি বছর ২৮ অক্টোবর ছাত্রশিবিরসহ বিভিন্ন ইসলামী সংগঠন দিনটিকে “পল্টন ট্র্যাজেডি দিবস” হিসেবে পালন করে, শহীদদের স্মরণে দোয়া, আলোচনা সভা ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

সেদিনের সেই মর্মান্তিক ঘটনার পটভূমি, প্রত্যক্ষচিত্র ও সাক্ষ্যভিত্তিক বিশ্লেষণ নিয়ে নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র —“২৮ অক্টোবর: ইতিহাসের কালো অধ্যায়”, যেখানে ভয়াবহ সেই দিনটির ঘটনা, নিহতদের স্মৃতি ও ন্যায়ের দাবির চিত্র তুলে ধরা হয়েছে।

এই প্রামাণ্যচিত্র আজও স্মরণ করিয়ে দেয়—বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, প্রতিহিংসা ও মানবিক অবক্ষয়ের সেই ভয়াল দিক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক কঠিন শিক্ষা ও সতর্কবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *