নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, কমিশন বিবেচনা করে এনসিপিকে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে এ তথ্য জানান ইসি সচিব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, বিধিমালায় যেহেতু এই প্রতীক নেই, তাই শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। কমিশন এখনও আগের অবস্থানেই রয়েছে।
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে টালবাহানা চলছে। বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা অবশ্যই প্রতীক হিসেবে শাপলা চাই। শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ নেবে। যেহেতু আইনি বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, আমরা কোনো স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেব না। এ কারণেই আমরা জুলাই সনদে সই করিনি। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। তিনি আরও বলেন, আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য নির্বাচন হোক। ফেব্রুয়ারিতে হলেও সমস্যা নেই।
জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নে নিশ্চয়তা দেবে তাদের সঙ্গে আমাদের জোট হতে পারে। শুধু কয়েকটি আসনের জন্য এনসিপি জোট করবে না।
