ছাত্রদল নেতার ইউনিয়ন পরিষদের চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিষদ ভবনের গুদাম থেকে চাল এবং সেলাই মেশিন চুরির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. জাহিদ মন্ডল ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি।

উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদে গত শনিবার (২৫ অক্টোবর) ওই চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের নাজমুল হক মন্ডলের ছেলে ছাত্রদল নেতা মো. জাহিদ মন্ডল (২২) ও দক্ষিণ চান্দরাটি গ্রামের রুলু মিয়ার ছেলে মেহেদী হাসান রাব্বিসহ (২৫) অজ্ঞাত পরিচয়ের আরও ২-৩ জনকে আসামী করা হয়েছে।

বিরুনীয়া ইউনিয়ন পরিষদের পাহাড়াদার গ্রাম পুলিশ কিরণ মিয়া বাদি ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ কিরণ মিয়া গত শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর গ্রামে অবস্থিত বিরুনীয়া ইউনিয়ন পরিষদ পাহারা দিতে যান। ওই সময় তিনি ইউনিয়ন পরিষদ ভবনের সীমানা প্রাচীরের ভিতর খোলা মাঠে মো. জাহিদ মন্ডল মেহেদী হাসান রাব্বিকে চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন।

ওই সময় জানতে চাইলে কিরণ তারা জানান, চালগুলো তাদের কেনা। রিক্সাচালক ওই চালের বস্তাগুলো সেখানে নামিয়ে রেখে গেছে। কিছুক্ষণ পর তারা চালের বস্তাগুলো নিয়ে যান। পরদিন কিরণ বিষয়টি ইউপি সচিব মজিবুর রহমানকে জানালে তিনি পরিষদের গুদাম ও স্টোর রুমে গিয়ে দেখেন গুদামে রক্ষিত বিডাব্লিউবি প্রকল্পের ৫০ কেজির ১৩ বস্তা ও ৩০ কেজির একবস্তা চাল এবং স্টোর রুমে থাকা ৪টি সেলাই মেশিন নেই। পরে ওই ঘটনায় গ্রাম পুলিশ কিরণ বাদি হয়ে শনিবার (২৬ অক্টোবর) রাতে ২ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেন।

ইউপি সচিব মজিবুর রহমান বলেন, থানায় মামলা করার পর অভিযুক্তরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে ১৪বস্তা চাল ফিরিয়ে দিয়েছে। তার ধারণা, বিকল্প চাবি দিয়ে তালা খুলে তারা পরিষদের গুদাম থেকে ১৪ বস্তা চাল চুরি করে নেয়। তবে, সেলাই মেশিনগুলো এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *