বগুড়ায় মোটরসাইকেল শোডাউন করে মাদ্রাসায় ম্যানেজিং কমিটি মনোনয়ন দাখিল করলো বিএনপি নেতা

বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) নির্বাচনকে কেন্দ্র করে এক ব্যতিক্রম দৃশ্যের জন্ম দিয়েছে বিএনপি নেতা আব্দুল বাছেদ রন্জুর সমর্থকরা। মঙ্গলবার দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে তিনি মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন।

এলাকাবাসীর ভাষ্য, দেখে মনে হচ্ছে এটা কোনো মাদ্রাসার নির্বাচন না, যেন রাজনৈতিক প্রদর্শনী! মাদ্রাসা চত্বরে একযোগে এত মোটরসাইকেল প্রবেশ করায় শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, হঠাৎ করে এমন মোটরসাইকেল মহড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।

জানা যায়, আগামী ১৩ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে ওই মাদ্রাসার সভাপতি নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার মনোনয়ন জমা দিতে যান বিএনপি প্যানেলের প্রার্থী আব্দুল বাছেদ রন্জু।

এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মোহসিন আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম, যুবদল, সেচ্ছাসেবক দল ও কৃষকদলের কয়েকজন নেতা।

মনোনয়ন জমা শেষে রন্জু ও তার সমর্থকরা চাঁদবাড়িয়া, পলিপাড়া, রাঙ্গামাটি বাজার, ফকিরপাড়া ও পদ্মপাড়া এলাকায় শোডাউন করেন। এতে পুরো এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

প্রার্থী আব্দুল বাছেদ রন্জু বলেন, মাদ্রাসার উন্নয়নই আমার লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

তবে স্থানীয়দের একাংশের মন্তব্য, মাদ্রাসার নির্বাচনে এমন মোটরসাইকেল শোডাউন আগে কখনো দেখা যায়নি। এটা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *