বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ইমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন— সভাপতি ইসমাইল হোসেন ইমন (আই. এইচ. ইমন), সহ-সভাপতি মোনেম শাহরিয়ার শাওন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ ওয়াসী, সহ-সাংগঠনিক সম্পাদক কারিশমা ইরিন, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইকরা, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, উপ-দপ্তর সম্পাদক সানজিদা আফরোজ, প্রশিক্ষণ সম্পাদক নুসরাত সুলতানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি, প্রচার সম্পাদক মো. মাহফুজ রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শাকিব, সম্পাদকীয় পর্ষদ সদস্য ইমরান নাজির ও আব্দুল্লাহ আল নাঈম, কার্যনির্বাহী সদস্য রিতু আক্তার ও মোহাম্মদ আবরার আহাদ রাফি।
নব মনোনীত সভাপতি পূর্বে শাখার উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চবি শাখার নতুন সভাপতি ইসমাইল হোসেন ইমন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর দরবারে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের চিন্তার স্বাধীনতা ও কলমের শক্তি দিয়েছেন। দায়িত্ব একটি গুরুভার, একটি পরীক্ষা ও একটি আমানত। সে গুরুভার যেন বইতে পারি, পরীক্ষায় যেন সফলভাবে কৃতকার্য হতে পারি এবং আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি-সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য।
নবাগত সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন বলেন, চবি শাখার তরুণ লেখক ফোরামের নবাগত সাধারণ সম্পাদক হিসেবে আমাদের ক্যাম্পাসকে বুদ্ধিবৃত্তিক চর্চার এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য। আমাদের লেখনীর মাধ্যম হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে ক্যাম্পাসে মুক্তচিন্তা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার চিন্তার স্বাধীনতা প্রকাশ করতে পারে আর লেখক ফোরাম হোক তাদের এ পথের সহযাত্রী।
উল্লেখ্য যে, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’–এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ প্রদান, জাতীয় পত্রিকায় তাদের লেখা প্রকাশে সহায়তা করা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে এই সংগঠন।
বাংলাদেশের তরুণ লেখকদের মধ্যে এটি সবচেয়ে বড় ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, এরই অংশ হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
