বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, রংপুর অঞ্চল পিছিয়ে রয়েছে উন্নয়নের দিক থেকে। যারা উন্নয়নে কাজ করবে, দায়িত্ব কাঁধে নিয়ে, তারাই এই অঞ্চলের উন্নয়নের কথা না ভেবে নিজেদের স্বার্থে পকেট ভারীর রাজনীতি করেছেন। এ কারণেই রংপুর দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে রয়েছে।
গত সোমবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজের অনার্স ১ম বর্ষের নবীন বরণ ও বিভাগীয় পর্যায়ে স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, রংপুরের মানুষ অনেক বেশি পরিশ্রমী। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সেক্টরে অনেক ভূমিকা পালন করলেও দুঃখজনক সত্য হলো, রংপুর অঞ্চলের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই জায়গায় রংপুরের উন্নয়ন হয়নি। তাই আগামী প্রজন্ম হিসেবে দায়িত্ব নিতে হবে বর্তমান শিক্ষার্থীদের। রংপুরের উন্নয়নে এবং দেশের জন্য কাজ করতে হবে।
জাহিদুল ইসলাম বলেন, অনেক ইতিহাস ও ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজ। এই কলেজের অনেক গুণী ব্যক্তি দেশের নানা পর্যায়ে থেকে দেশের সেবা করেছেন। সাবেক সফলদের হাত ধরে বর্তমান শিক্ষার্থীদের আগামী দিনের জন্য তৈরি হতে হবে। তাই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। পড়ালেখার পাশাপাশি সচেতন থেকে দেশের জন্য তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, রংপুর হচ্ছে দেশের মধ্যে সাহসী অঞ্চল। আর এই সাহসী রংপুরের প্রতীক হলেন আবু সাঈদ। জুলাই আন্দোলনে বুক টান করে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া আবু সাঈদসহ যারা জীবন দিয়ে দেশ থেকে জালিম সরকারকে বিদায়ে ভূমিকা রাখেন, তারা আমাদের মাঝে বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবার রহমান বেলাল, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
রংপুর মহানগর ছাত্রশিবিরের সহযোগিতায় ও কারমাইকেল কলেজ ছাত্র শিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষের নবীন বরণ ও বিভাগীয় পর্যায়ে স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন কারমাইকেল কলেজ ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান।
