চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও বিদেশী মদসহ হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল (মঙ্গলবার) গভীর রাতে পৌর এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা, ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করা হয়।
অভিযানে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে ভুট্টো মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে সূত্রটি।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলম ভুট্টো হাজীগঞ্জ পৌরসভার একজন সাবেক কাউন্সিলর ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
