পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামে প্রেমিক মেহেদী হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তিনি সেখানে অবস্থান নেন।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান ওই গ্রামের আমিরুলের ছেলে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন। অপরদিকে ভুক্তভোগী তরুণী খালাশপীর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর দাবি, সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক বিয়ার প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। বুধবার সন্ধ্যায় তার বাড়িতে এসে মেহেদী আবারও সম্পর্ক স্থাপন করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মানসম্মানের ভয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক ও তার পরিবার সম্পর্কটি অস্বীকার করে জানায়, মেয়েটির সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই এবং থাকলেও তারা এ সম্পর্ক মেনে নেবে না।

অন্যদিকে অনশনরত শিক্ষার্থী জানান, মেহেদী বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *