রংপুর প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ উপজেলার ০৫ নং মদনখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের খয়েরবাড়ি, শ্যামপুর ও হাসারপাড়া গ্রামে মাওলানা নুরুল আমীন সাহেবের অন্তত ২০০টি নির্বাচনী পোস্টার রাতারাতি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ করেছেন, পোস্টার লাগানোর সময় বিএনপি’র পক্ষে প্রকাশ্যে বাধা দেন মোঃ রশিদ মিয়া, সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড বিএনপি।
মাওলানা নুরুল আমীন সাহেবের সমর্থকরা ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, “এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে।” তারা দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

 
			 
			