মুন্সীগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান



সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পূর্ব মাকহাটির মিল্টন মল্লিক (পিতা মৃত আব্দুল বারেক মল্লিক) মালিকানাধীন দোতলা ভবনের নিচতলায় অভিযান চালায়। এ সময় ৭ (সাত)টি তাজা ককটেল ও ২ (দুই)টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—
১। নাসির সর্দার (৪৫), পিতা- নুরু মিয়া সর্দার, মাতা- নুরবানু বেগম
২। আল-আমিন বেপারী (২২), পিতা- দ্বীন ইসলাম বেপারী, মাতা- কামিনা বেগম
উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামে।
অভিযান চলাকালে বাড়ির মালিক মিল্টন মল্লিক পালিয়ে যায়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, গ্রেফতারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল। তারা এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি ছড়াতে সম্প্রতি ককটেল বিস্ফোরণও ঘটায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *