শাজাহানপুরে ছাত্রলীগের নেতা এখন বিএনপির নির্বাচনী মাঠে

ছাত্রলীগের সক্রিয় নেতা,এখন বিএনপির হয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা বিন্নাচাপর এলাকার মো. রাসেল। তার এই রাজনৈতিক রূপান্তরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা যায়, মো. রাসেল সরকারি শাহ সুলতান কলেজে পড়াশোনা করেছেন। কলেজ জীবনে তিনি ছাত্রলীগের ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির অঙ্গনে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীন-এর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন।

তবে সময়ের সঙ্গে তার রাজনৈতিক অবস্থান বদলে যায়।সম্প্রতি বর্তমানে  আড়িয়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের অর্থ বিষয়ক সম্পাদক বিএনপি নেতা আব্দুল বাছেদ রঞ্জু স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ওই নির্বাচনে রাসেল এখন তার অন্যতম প্রধান নির্বাচনী সহযোগী ও কর্মী হিসেবে মাঠে কাজ করছেন।

এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল বাছেদ রঞ্জু মুঠোফোন জানিয়েছেন,তিনি রাসেলকে চেনেন না।

এ নিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।কেউ কেউ প্রশ্ন তুলছেন,যে ব্যক্তি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি কীভাবে এখন বিএনপির হয়ে কাজ করছেন?

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে আদর্শ পরিবর্তন বা দলবদল প্রায়শই ঘটে থাকে। তবে ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগদান সবসময়ই আলোচনার জন্ম দেয়।মো. রাসেল তারই সাম্প্রতিক উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *