বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠনের মাধ্যমে গঠিত ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রশক্তির জাহিদ আহসান এর আগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও আবু বাকের মজুমদার আহবায়ক পদে ছিলেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) হয়েছে আবু তৌহিদ মো. সিয়াম ও সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম। এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ সিয়াম বাদে বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু তৌহিদ সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিন একইসঙ্গে জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ.সাইফুল্লাহ। এদের মধ্যে মো. সাইফুল্লাহ মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা পদে এবার নির্বাচিত হয়েছেন।
