বিএনপি নেতাদের মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাতে হবে: নাসীরুদ্দীন

বিএনপি নেতাদের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘‘আমরা উনাদের (বিএনপি নেতাদের) এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। কিন্তু উনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই; কিছুই হয় নাই। এজন্য মনে হয়, এখন উনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে।’’

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর বিএমএ ভবনের শহিদ সামছুল আলম মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে, লাঠালাঠি-পাল্লাপাল্লি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন; তাহলে আপনাদের আমরা বুড়িগঙ্গা পানি দিয়ে একটু গোসল করাব। যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। এর চেয়ে আর মকারি আপনাদের নিয়ে করতে পারি না। আমাকে এমনে বলা হয়, আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি। আমার তো ভাই আপনার কারো সঙ্গে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নেই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি। আমাদের এখনো ছোট বয়স। আমাদের এখনো মাথা কারো কাছে বিক্রি করি নাই। ফলে আমরা সত্য কথাগুলো বলতে পারি। এজন্য সত্য কথাগুলা বলি।’’

এনসিপির এই নেতা বলেন, ‘‘গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে—এটায় নাকি অনেক টাকা খরচ হবে। গণভোট করতে যদি টাকার প্রশ্ন আসে, এ টাকা এটা তো গণঅভ্যুত্থানের পর আপনাদের একটা আসনে…ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও যেই চাঁদাবাজি-দুর্নীতি করেছে ওই টাকা দিয়েই বাংলাদেশে একটা গণভোট আয়োজন করা সম্ভব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *