মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল ককটেল ও সরঞ্জাম উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ থানার এসআই (নিঃ) সাদ্দাম মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বৈখর প্রাইমারি স্কুলের পাশে টিনসেড বাড়িতে ককটেল বোমা লুকিয়ে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিমসহ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে জনৈকা সেলিনা আক্তার (৪৫), স্বামী দেলোয়ার বেপারীর টিনসেড বাড়ি থেকে মো. হাসান বেপারী (৩৬), পিতা মৃত আবুল কাশেম বেপারী, মাতা হাচনা ভানু, সাং চর ডুমুরিয়া, থানা ও জেলা মুন্সীগঞ্জ— তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দখল ও দেখানো মতে তিনটি বালতিতে রাখা মোট ২৩টি শক্তিশালী তাজা ককটেল এবং ককটেল তৈরির জন্য মজুদ করা ৯০টি টিনের কৌটা উদ্ধার করা হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার শেখ (৫০), ফজলু শেখ (৩০), রাব্বি শেখ (২০) ও আরও ৪/৫ জন সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত হাসান বেপারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোল্লাকান্দি ইউনিয়ন এলাকায় আধিপত্য বিস্তার ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এসব ককটেল প্রস্তুত করছিল।

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *