মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের বিরোধে কৃষকলীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বিএনপির দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে তুহিন দেওয়ান(২২) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে দশটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের পুত্র।

প্রত্যক্ষদর্শী নবহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রবিবার রাতে নিহত তুহিন বাসা থেকে হাটার জন্য বের হয়। এ সময় মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন তুহিন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকাছাড়া ছিলো তুহিন ও তাদের লোকজন। 

অভিযোগের বিষয়ে উজির আলী ও আওলাদ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিষয়টি পরিস্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *