মুশফিকুর রহমান, রংপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন তাঁর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সাজ্জাদ হোসেন তাঁর বিবৃতিতে বলেন, “আমি মোঃ সাজ্জাদ হোসেন, ২৪ জুলাইয়ের বিপ্লবে শুরু থেকে রংপুরে সামনে থেকে আন্দোলন সমন্বয়ের চেষ্টা করেছি। জুলাই বিপ্লব ছিলো সকল দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জালিমের বিরুদ্ধে বাংলার মুক্তিকামী ছাত্র-জনতার এক অকল্পনীয় বিস্ফোরণ। এ ঐতিহাসিক বিপ্লবের পর সেই চেতনা ধারণ করেই প্রতিষ্ঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে কমিটি স্থগিত ঘোষণা করা হয়। সম্প্রতি সংগঠনটি নতুনভাবে কার্যক্রম পুনরায় সক্রিয় করার ঘোষণা দেয়, তবে ব্যক্তিগত কারণে তিনি আর এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে চান না।
সাজ্জাদ হোসেন বলেন,
“আমি ব্যক্তিগত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল দায়িত্ব থেকে পদত্যাগ ঘোষণা করছি। আমি চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়, নীতি ও আদর্শের ভিত্তিতে ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা লালন করে দেশের কল্যাণে ভূমিকা রাখুক।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” গঠিত হয়। সংগঠনটি কেন্দ্রীয়ভাবে ২ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে সব স্থগিত কমিটি পুনরায় কার্যকর করার ঘোষণা দেয়। ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের ওপর হামলার বিচার না হওয়ায় এবং দেশের বৈষম্যমূলক অবস্থার অবসানের দাবিতে সংগঠনটি আবারও সক্রিয় হচ্ছে।
রংপুর মহানগর কমিটির তালিকা অনুযায়ী, মো. সাজ্জাদ হোসেন ছিলেন কারমাইকেল কলেজ শাখার প্রতিনিধিত্বকারী যুগ্ম আহ্বায়ক। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে রংপুর মহানগর ইউনিটের পুনর্গঠন প্রক্রিয়া নতুনভাবে আলোচনায় এসেছে।
