জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল ফার্স্ট এইড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস ডা. ইমরান হোসেন রিফাত। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল কলেজ (পিজি হাসপাতাল)-এর এমডি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
এছাড়া সহকারী প্রশিক্ষক হিসেবে অংশ নেন মো. মোজাম্মেল হক রিফাত ও মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানটি শাখা সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলীম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রত্যেক তলার ফ্লোর প্রতিনিধিদের হাতে ফার্স্ট এইড বক্স উপহার দেওয়া হয়।
জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি, হলে আমাদের এক হাজারের বেশি বোন থাকে।
সেখানে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ছোট্ট একটি মেডিক্যাল রুম আছে। ওইটাও অচল। আমরা প্রশাসনকে একাধিকবার বলেছি, ওটা চালু করার জন্য। কিন্তু প্রশাসন এখন চালু করতে পারছে না।
তিনি বলেন, আমাদের বোনদের যদি হঠাৎ কোনো সমস্যা হয়, কেটে যাওয়া বা এই ধরনের সমস্যা। তারা সকালে, রাতে রান্না করে। হয়তো অনেক সময় দোকান বন্ধ থাকে। তারা যেন তাৎক্ষণিক সেবা নিতে পারে।
