রংপুর সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর ) দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রংপুর জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদ।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ডাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পীরগন্জ উপজেলার সন্তান মাজহারুল ইসলাম।

এ সময় ছাত্র শিবিরের রংপুর জেলা সেক্রেটারি হামিদুর ইসলাম অফিস সম্পাদক রবিউল ইসলামসহ শিবিরের রংপুর জেলার অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।

এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পীরগন্জ উপজেলা সভাপতি হাফেজ আবু সালেহ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে নবাগত শিক্ষার্থীদেরকে সৎ দক্ষ ও দেশ প্রেমিক মানুষ হিসেবে নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য উৎসাহিত করেন ছাত্র শিবিরের বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *