শিক্ষককে খাতা ছুড়ে মারলেন রাবি শিক্ষার্থী মীম

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস চলাকালে শিক্ষককে খাতা ছুড়ে মেরেছেন এক ছাত্রী। ছাত্রীর দাবি, তার উপর জ্বিনের আছর ছিল। সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এই অভিযোগ দেন সেই শিক্ষক ।

অভিযোগকারী সাজু সরদার বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক । অভিযুক্ত ছাত্রী তাসনিম জাহান মীম সেই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অভিযোগের ব্যাপারে মীম বলেন, আমি মানসিক সমস্যায় ভুগছি। আমার উপর জ্বিনের আছর আছে। সেজন্য চিকিৎসাও চলছে। সেদিন আমি অজান্তেই খাতা ছুড়ে মেরেছি। আরও কি কি করছি সেগুলো মনে নেই। পরে শুনেছি, সেই পুরো সময় স্যারই আমাকে স্বাভাবিক করতে চেষ্টা করেছেন। তাই এ বিষয়ে স্যারের সঙ্গে কোন কথা হয়নি।

অভিযোগপত্রে উল্লেখ আছে, বিগত ১৫ মে ২০২৫ বিভাগের ৫১৮ নং কক্ষে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সেশনের (বিবিএ ৩য় ও ২য় বর্ষ ২য় সেমিস্টার ২০২৪) শিক্ষার্থীদের পাঠদানের সময় আমি চরম অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হই। ক্লাসের শুরুতে ধারাবাহিক রোল কলের এক পর্যায়ে আমি তাসনিম জাহান মীমের রোল কল করি। তবে সে রেসপন্স না করে চুপ থাকে। আমি পুনরায় মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেও উত্তর না দিয়ে, হঠাৎ করে আমার দিকে ব্যাগ ছুড়ে মারে এবং অস্বাভাবিক আচরণ করা শুরু করে। এক পর্যায়ে তার সহপাঠীদের বলি তাকে শান্ত করতে। তবে তার হাতে বড় বড় নখ লক্ষ্য করে আমি মন্তব্য করি যে, “উনার নখ এতো বড় কেন। সাবধানে ধরুন না হলে আপনাদের ক্ষত হতে পারে।” এ পর্যায়ে জনাব মীম চিৎকার করে বলে “আমার হাতে বড় নখ, তাতে তোর কি।” উক্ত কথা শোনার পর আমি হতভম্ব ও অপ্রস্তুত হয়ে পড়ি।

এছাড়াও সেদিনের পরও ওই ছাত্রী ফেসবুকে আমার পাঠদানকৃত কোর্সে প্রাপ্ত নম্বরের বিষয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছে। বিষয়গুলো অপমানজনক উল্লেখ করে তার শাস্তি দাবি জানান তিনি।

অভিযোগকারী শিক্ষক সাজু সরদার বলেন, ওই ছাত্রীর জ্বিনের আছর ছিল না। সে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাকে অপমান করতেই এমন করেছে। এমনকি পরবর্তীতে সেটা নিয়ে তার ন্যূনতম অনুশোচনাবোধ নেই, উল্টো পাঠদান ও নম্বর কম দেওয়ার কথা রটিয়েছে। শিক্ষক হিসেবে এটা চরম অপমানের এবং এটার জন্য তার শাস্তির দাবি জানাই।

উল্লেখ্য, কয়েকমাস আগে একই বিভাগের শিক্ষক তানজিল ভূইয়ার সঙ্গে মীমের অনৈতিক সম্পর্কের অভিযোগ পাওয়া যায়। সমাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ তুলে বিচার চান তানজিল ভূইয়ার প্রথম পক্ষের স্ত্রী। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দেওয়া আছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন সাজু সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *