গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বতী সরকার।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের একথা বলেন।
আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদবিরোধী শক্তি যারা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে একসাথে ছিলেন, তাদের কাছে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্মিলিত পরামর্শ চায় সরকার। এখন কালক্ষেপণের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সম্মিলিত পরামর্শ দিতে না পারলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে।
আইন উপদেষ্টা আরও বলেছেন, গণভোট কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদের ভিন্নমত নিয়ে কী পদক্ষেপ নেয়া হবে, এসব নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে উপদেষ্টা পরিষদ মতামত ব্যক্ত করে। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ পেলে সরকারের কাজ অনেক সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।
লিখিত বক্তব্য শেষে অল্প কয়েকটি প্রশ্ন নেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসার ব্যবস্থা বহুবার করে দিয়েছে সরকার। এবার আর তা করা হবে না। যেহেতু ফ্যাসিবাদবিরোধী দলগুলো একসঙ্গে বসে আগেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এবারও তারা তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
